নিউজ ডেস্ক : টঙ্গীতে প্রিজনভ্যানে ককটেল বোমা ছুঁড়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি মুফতি হান্নানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে তার সহযোগীরা। সোমবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সরকারি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় জনতা মোস্তফা কামাল (২২) নামের এক জঙ্গিকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে দিয়েছে।
হামলাকারী অন্য জঙ্গিরা পালিয়ে গেছে। আটক মোস্তফা ময়মনসিংহ জেলার পশ্চিম তারাকান্দার মোজাম্মেলের ছেলে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের প্রিন্টার, অবিস্ফোরিত ককটেল ও জঙ্গিদের ব্যবহৃত একটি ব্যাগ উদ্ধার করেছে। র্যাব-১ এর অধিনায়ক লে.কর্ণেল সারোয়ার বিন কাশেম (পিএসসি) বলেন, আমাদের কোম্পানী কমান্ডারের নেতৃত্বে দুটি টিম ঘটনাস্থলে কাজ করছে। আমরা গুরুত্বের সহিত বিষয়টি খতিয়ে দেখছি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ২টি প্রিজনভ্যান কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে যাচ্ছিল। প্রিজনভ্যান দুটি টঙ্গী কলেজ গেট অতিক্রমকালে কলেজ গেটের পাশের নার্সারী থেকে ৩ যুবক প্রিজনভ্যান লক্ষ্য করে পর পর কয়েকটি ককটেল বোমা ছুঁড়ে মারে এবং প্রিজনভ্যানের দিকে এগিয়ে যায়। এসময় স্থানীয় জনতা যুবকদের ধাওয়া দিয়ে মোস্তফা নামে একজনকে একটি ব্যাগসহ আটক করে।
অপর দুই যুবক ঘটনাস্থলের উত্তর দিক দিয়ে পালিয়ে যায়। আটক যুবককে স্থানীয় পৌর অডিটরিয়ামে শিল্প পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়। খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ ওই ক্যাম্প থেকে আটক যুবককে থানায় নিয়ে যায়। জনবহুল ব্যস্ততম কলেজ গেট এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থল ও আমপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালায়।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, দুটি প্রিজনভ্যানের একটিতে ফাঁসির দন্ডপ্রাপ্ত উগ্রবাদী নেতা মুফতি হান্নান ছিলেন বলে জানান। তাকে ছিনিয়ে নিতেই উগ্রবাদীরা এই হামলা চালিয়েছে বলে তিনি ধারণা করছেন।
০৬ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস