নিউজ ডেস্ক : বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় বলেই ৭ই মার্চ পালন করে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এটা চেতনা, মূল্যবোধ, অনুভূতি, আদর্শের একটা ব্যাপার। বিএনপি ইতিহাস স্বীকার করে না। ক্ষমতায় এলে ইতিহাস জবরদখল করে। নিজেদের মত করে ইতিহাস সৃষ্টি করতে চায় তারা।’
এর আগে কাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
০৭ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস