ঢাকা: হেফাজতে ইসলামের ২৫ নেতার নামে গ্রেফতারি পরওয়ানা জারির তীব্র নিন্দা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, মূর্তি বিরোধী আন্দোলন বন্ধ হবে না। অবিলম্বে এই গ্রেফতারি পরওয়ানা প্রত্যাহার করতে হবে।
মঙ্গলবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন পীর সাহেব চরমোনাই।
রেজাউল করীম বলেন, ওলামায়ে কেরাম যখন ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে মূর্তি বিরোধী আন্দোলন সংগ্রাম করছেন, ঠিক তখনই পুরোনো মামলা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে দেশের শীর্ষ আলেমদেরকে হয়রানি করার ভ্রান্ত পদক্ষেপ নিয়েছে।
০৭ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি