নিউজ ডেস্ক: হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন,‘বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ও কোটি কোটি মুসলমানের ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানিয়ে অবিলম্বে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক মূর্তি অপসারণ করুন।’
বুধবার এক বিবৃতিতে হেফাজত আমির এ কথা বলেন। মূর্তি অপসারণের দাবিতে ১০ মার্চ দুপুরে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচিও ঘোষণা করেন তিনি।
বিবৃতিতে আহমদ শফী বলেন, ‘সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনও ভাস্কর্য স্থাপন করতে চাইলে পবিত্র কুরআনের, অথবা পূর্ব থেকে বিদ্যমান থাকা দাড়ি-পাল্লাকে আরও শৈল্পিকভাবে স্থাপন করা যায় কিনা, সেটা নিয়ে আলোচনা করুন। কিন্তু দেশবাসীর ওপরে গ্রিক দেবীকে চাপিয়ে দিতে চাইলে, সেটা বাংলাদেশের জনগণ কখনও মেনে নেবে না।’
একই সঙ্গে হেফাজত আমির চার বছর আগে গণজাগরণ মঞ্চ ভাঙার অভিযোগে দায়েরকৃত মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন আখ্যায়িত করে, এই মামলায় হেফাজত নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। আহমদ শফী বলেন, ‘বাংলাদেশের মুসলমানদের ঈমানি চেতনাবোধ ধ্বংস ও নাগরিক অধিকার হরণ করে আধিপত্য প্রতিষ্ঠা ও অর্থনৈতিক লুটপাটের জন্য দেশি-বিদেশি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত। নানাভাবে হয়রানি, গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে কখনও সত্য, ন্যায় আদর্শিক নেতৃত্ব ও কণ্ঠকে স্তব্ধ করা যাবে না।’
সংগঠনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ শাপলা চত্বরের ঘটনার পর থেকে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
০৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস