শুক্রবার, ১০ মার্চ, ২০১৭, ১০:৪০:২৮

আজ রাতে বাংলাদেশ থেকে ১৪৫ শ্রমিক মালয়েশিয়ায় যাবেন

আজ রাতে বাংলাদেশ থেকে ১৪৫ শ্রমিক মালয়েশিয়ায় যাবেন

ঢাকা: আজ রাত দশটায় ১৪৫ শ্রমিক যাচ্ছে মালয়েশিয়ায়। বুধবার এই শ্রমিকদের ছাড়পত্র দিয়েছে জনশক্তি উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যুরো। চুক্তি সইয়ের এক বছর পর আবার মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিক পাঠানো শুরু হচ্ছে।

মালয়েশিয়ার শিল্প, বনায়ন ও কৃষিখাতের তিনটি কোম্পানিতে এক বছরের চুক্তিতে যাচ্ছে এইসব শ্রমিক। এই মেয়াদ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রথম বছরে এই শ্রমিকদের মাসিক বেতন হবে ১৫ থেকে ১৬ হাজার টাকা।

গত বছরের ১৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার সাথে শ্রমিক রপ্তানির চুক্তি করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী তিন বছরে ১৫ লাখ শ্রমিক নেয়ার কথা। প্রায় সত বছর মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক পাঠানো বন্ধ ছিলো।
১০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে