শুক্রবার, ১০ মার্চ, ২০১৭, ০৬:৩৬:৩৭

যুব মহিলা লীগের দুই শীর্ষ পদে পরিবর্তন আসছে না!

যুব মহিলা লীগের দুই শীর্ষ পদে পরিবর্তন আসছে না!

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের দ্বিতীয় জাতীয় সম্মেলন শনিবার। রাজধানীর ফার্মগেটের খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টায় সম্মেলন শুরু হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, প্রায় ১ হাজার ৬০০ কাউন্সিলর সম্মেলনে যোগ দেবেন। সারা দেশের সব জেলায় সম্মেলনের পোস্টার, ব্যানার, ফেস্টুন পাঠিয়ে দেয়া হয়েছে। আশা করছি আগামীকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন করতে পারব।

যুব মহিলা লীগের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় হয়েছিল ২০০৪ সালের ৫ মার্চ। তখন নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।

দীর্ঘ ১৩ বছর পর আগামী শনিবার যুব মহিলা লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হলেও এবারের সম্মেলনেও বর্তমান কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক স্বপদে বহাল থাকবেন বলে আভাস পাওয়া গেছে। আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে, শীর্ষ দুই পদে কোনো পরিবর্তন আসছে না। নাজমা আক্তার ও অপু উকিল আবারও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক যুব মহিলা লীগের কয়েকজন নেতাকর্মী বলেন, দীর্ঘ ১৩ বছর পর সম্মেলন হওয়ায় অনেকেই নেতৃত্ব পরিবর্তনের আশায় ছিলেন। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। গতবারের মতো এবারও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন ১৩ বছর ধরে সংগঠনের শীর্ষ দুই পদে দায়িত্ব পালন করা নাজমা আক্তার ও অপু উকিল।

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্যান্য পদে যারা পদপ্রত্যাশী তারা অনেকেই জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। সেগুলো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে দেওয়া হয়েছে। এর বাইরেও কেউ সভাপতি বা সাধারণ সম্পাদক পদের জন্য আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জীবনবৃত্তান্ত জমা দিলেও দিতে পারেন, সেটা আমাদের জানা নেই।

সংগঠনটির সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, যুব মহিলা লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন। নেত্রী এই সংগঠনের প্রায় সবাইকে চেনেন, সবার বিষয়ে জানেন। তিনি যেটা ভালো মনে করবেন, তা-ই হবে।

১০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে