শুক্রবার, ১০ মার্চ, ২০১৭, ০৬:৫৬:১৪

বোমা'র নির্বাহী কমিটি গঠন

বোমা'র নির্বাহী কমিটি গঠন

নিউজ ডেস্ক: গত মঙ্গলবার বিকাল  ৫ টায় রাজধানীর ইয়ান তুন চাইনীজ এন্ড থাই রেষ্টুরেন্ট মিলনায়তনে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বোমা) এর এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ সাধারণ সভায় সাধারণ উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সর্ব সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য ২৩ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি পদে ভি নিউজ বিডি ডটকমের সম্পাদক জয়ন্ত আচার্য এবং সাধারণ সম্পাদক পদে নিউজ ২১ বিডি ডটকমের সম্পাদক শরিফুল ইসলাম খান কে পুনরায় আগামী ২ বছরের জন্য নির্বাচিত ঘোষনা করা হয়।

বোমার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খানের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত আচার্য। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান বিগত বছরের বার্ষিক রিপোর্ট পেশ করেন।
সভাপতি জনাব জয়ন্ত আচার্য বলেন- ‘দেশের গণমাধ্যমের জগতে উল্লেখযোগ্য সংখ্যক ইলেকট্রনিক্স, অনলাইন ও প্রিন্ট মিডিয়া অনুমোদন পেয়েছে। তৈরি হয়েছে হাজার হাজার সাংবাদিকের কর্মসংস্থানের। অনলাইন গণমাধ্যমের বিকাশে বরাবরই বোমা ছিলো ব্যাপক সোচ্চার। তারই অংশ হিসেবে বোমার সহযোগিতায়  বিশ্বের সর্বপ্রথম বাংলাদেশে অনলাইন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নের মাধ্যমে এই সেক্টরকে বড় ধরনের শিল্পে পরিনত করতে সক্ষম হয়েছে। কিন্তু গণমাধ্যমে নিয়েজিত কর্মীদের নিরাপত্তার বিষয়ে আমরা সরকারকে আরো বেশি গুরুত্ব প্রদানের জন্য আহবান জানাচ্ছি।’

সভায় এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শরিফুল ইসলাম খান নতুন পুরোনো সকল অনলাইন গণমাধ্যম মালিক সদস্যদের উদ্দ্যেশ্যে সাংগাঠনিক ভিত্তি মজবুতিকরণ বিষয়ে সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অবিলম্বে অনলাইন গণমাধ্যম নীতিমালা চুরান্ত করে অনলাইন গণমাধ্যমগুলোকে সহায়তার মাধ্যমে ভুর্তকির হাত থেকে বাচাঁনোর আহবান জানান তিনি।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের জনাব এস এম মহসিন প্রকাশক নিউজ ২১ বিডি.কম, ফোকাস বাংলার প্রধান সম্পাদক জনাব কামাল হোসেন, ক্যাপেন্টন রেজাউল করিম সম্পাদক আমাদের সংবাদ,  শাহিদ সিরাজি সম্পাদক এপিপি বাংলা,শাহাদাৎ জামান স্বপন সম্পাদক বাংলা সংবাদ ২৪.কম, তুসার আহমেদ সম্পাদক মোহাম্মাদী নিউজ এজেন্সী,খালেদ সাইফুল্লাহ সম্পাদক প্রকাশক ডিজিটাল সময়,  মনোয়ার হোসেন সিদ্দিকি সম্পাদক দৈনিক বাংলার ডাক, ফটো নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক আবু সুফিয়ান, টোটাল নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মাহফুজা ইসলাম, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বোমা’র নবনির্বাচিত কার্যকরী কমিটি
সভাপতি জয়ন্ত আচার্য সম্পাদক ভি,নিউজ বিডি ডটকম, সাধারণ সম্পাদক একেএম শরিফুল ইসলাম খান সম্পাদক নিউজ ২১ বিডি.কম, নির্বাহী সভাপতি ফোকাস বাংলার প্রধান সম্পাদক জনাব কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ক্যাপেন্টন রেজাউল করিম সম্পাদক আমাদের সংবাদ,  সহ-সভাপতি সাহিদ সিরাজী, সহ-সভাপতি সামসুজামান পনির সম্পাদক বাংলা পোস্ট ২৪.কম , সহ-সভাপতি মনোয়ার হোসেন সিদ্দিকি সম্পাদক দৈনিক বাংলার ডাক,, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ জামান স্বপন সম্পাদক এন এন বিডি ২৪.কম ,যুগ্ম  সাধারণ সম্পাদক তুষার আহমেদ সম্পাদক এম এন এ.কম.বিডি, সহ সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল মামুন সম্পাদক বাংলা জে নিউজ.কম.বিডি,  সহ সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক শাহ পরান সিদ্দিক তারেক মুক্তি নিউজ.কম,  যুগ্ম সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সম্পাদক পিপলস নিউজ ২৪ .কম, কোষাধাক্ষ নুরে আলম সিদ্দিকি খোকন সেতু বন্ধন.নেট, দপ্তর সম্পাদক লাবণ্য হক সম্পাদক ঢাকা নিউজ ১৬.কম, প্রচার সম্পাদক সজীব খান সম্পাদক বিডি টু ডেশ.কম, সাংস্কৃতিক সম্পাদক হামিদ রনি সম্পাদক নোয়াখালী সংবাদ.কম
,
কার্যকরী কমিটির সদস্য বৃন্দ:
মো. জাহাঙ্গীর আলম প্রকাশক টোটাল নিউজ টুয়েন্টিফোর ডটকম, খালেদ সাইফুল্লাহ সম্পাদক প্রকাশক ডিজিটাল সময়, এ এস এম সাইফুর রহমান সম্পাদক আওয়াড় নিউজ বিডি.কম, তাজউদ্দীন উল্লাস সম্পাদক নতুন দিন.কম, আবু নাইম সম্পাদক বিবিসি নিউজ ২৪ বিডি.কম, এস রহমান রাসেল সম্পাদক ইন্ডিপেনডেন্ট নিউজ ২৪.কম।
৯ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে