নিউজ ডেস্ক : বেসরকারি চ্যানেল এসএ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান জিনাত জেরিন আলতাফকে গ্রেফতার করেছে পুলিশ। অর্থ আত্মসাৎ, হত্যাচেষ্টা ও প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডির ৬ নম্বর এলাকার বাসা থেকে জিনাতকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, আদালতে রওনক ওরফে মমিন নামে এক ব্যক্তির দায়ের করা মামলার ওয়ারেন্টের ভিত্তিতে ধানমন্ডি ৬ নম্বরের বাসা থেকে জিনাত জেরিন আলতাফকে গ্রেফতার করা হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এ খবর নিশ্চিত করে জানান, রওনক ওরফে মোমিন নামের এক ব্যক্তির করা মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন জেরিন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
এসএ টিভির প্রতিষ্ঠালগ্ন থেকে এতে কর্মরত আছেন জিনাত জেরিন আলতাফ। এর আগে তিনি বেসরকারি আরেক চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরি করতেন।
১০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস