যে কারণে শ্রমিকদের সড়ক অবরোধ
চট্টগ্রাম : শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে চট্গ্রামের পাহাড়তলী থানার বিটাক মোড়ে গাউস ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। বিনা নোটিশে কারখানায় কর্মরত ১২৫ জনকে ছাঁটাইয়ের পর এর প্রতিবাদে শ্রমিকরা রাস্তায় নেমে এসেছে।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে কয়েক হাজার শ্রমিক বিটাকের সামনে রাস্তায় বসে বিক্ষোভ করছেন। ওই সড়ক দিয়ে বর্তমানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, গাউস ফ্যাশনে প্রায় ১,৫০০ শ্রমিক কাজ করে। ছাঁটাই নিয়ে বেশ কিছুদিন ধরে কারখানাটিতে উত্তেজনা বিরাজ করছিল।
এর মধ্যে সোমবার সকালে অফিসে গিয়ে ১২৫ জন শ্রমিক জানতে পারেন, তাদের ছাঁটাই করা হয়েছে।এসময় কয়েকজন শ্রমিক কর্মকর্তাদের কাছে কারণ জানতে গেলে দুর্ব্যবহার এবং মারধরের শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।
১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ