শনিবার, ১১ মার্চ, ২০১৭, ০৭:১৭:৩২

৩ নম্বর সতর্কতা, দেশজুড়ে ঝড় ও বজ্র-বৃষ্টির সম্ভাবনা

৩ নম্বর সতর্কতা, দেশজুড়ে ঝড় ও বজ্র-বৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্ক : লঘুচাপের কারণে বঙ্গোপসাগর উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দেশজুড়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার আবহাওয়ার নিয়মিত পূর্বাভাস এবং সামুদ্রিক সতর্কবার্তায় একথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর পুনঃ ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে।

এছাড়া শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকায় আজ সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে আজ সকালে ঢাকায় গুড়িগুড়ি বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের কুতুবদিয়াতে সর্বোচ্চ বৃষ্টিপাত ৯০ মিলিমিটার রেকর্ড করা হয়।
১১ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে