রবিবার, ১২ মার্চ, ২০১৭, ০১:৫২:৫০

জীবনের সবচেয়ে বড় দুঃখের কথা জানালেন এরশাদ

জীবনের সবচেয়ে বড় দুঃখের কথা জানালেন এরশাদ

নিউজ ডেস্ক : আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার জাতীয় সংসদে ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ ঘোষণার বিষয়ে আনীত প্রস্তাবের ওপর আলোচনাকালে তিনি এসব কথা বলেন। ১৯৬৯ সালে লে. কর্নেল পদে পদোন্নতি পেয়েছেন বলেও জানান এরশাদ।

এরশাদ বলেন, ‘১৯৭০ সালের ২৯ ডিসেম্বর আমাকে করাচিতে বদলি করা হলো। ৭১ সালে আমি একমাস ছুটি নিয়েছিলাম। ফেব্রুয়ারিতে করাচিতে ফিরলাম। মার্চে যুদ্ধ শুরু হলো। আমি মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি। যখন ছুটিতে ছিলাম, তখন জেনারেল ওসমানীকে ফোন করেছিলাম। তিনি বলেছিলেন, এখনও মুক্তিযুদ্ধ শুরু হয়নি। ইউ মাস্ট ফলো দ্য অর্ডার। আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি।’

নিজ সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের উন্নয়নে ‘পদক্ষেপ’ নেওয়ার কথা তুলে ধরে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘মুক্তিযুদ্ধ করতে পারিনি বলে মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করে ঋণ শোধ দিতে চেয়েছিলাম। আমি মুক্তিযোদ্ধাদের কল্যাণে অনেক কাজ করেছি। সাভার স্মৃতিসৌধ করেছি। শহীদ মিনারের অসমাপ্ত কাজ শেষ করেছি। সাত বীরশ্রেষ্ঠের পরিবারকে বাড়ি দিয়েছি। মুজিবনগরের কাজ শুরু করেছিলাম। খবরের আগে সবকটা জানালা খুলে দাও না গানটা চালু করেছিলাম।’
১২ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে