শারদীয় দুর্গাপূজা শুরু, আজ ষষ্ঠী
ঢাকা : শারদীয় দুর্গাপূজার আজ ষষ্ঠী। দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ডিএমপির পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানান, ঢাকায় ২২২টি পূজামণ্ডপেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুরান ঢাকার ওয়াইজঘাট ও উত্তরায় বিআইডব্লিউটিএর ল্যান্ডিং স্টেশনে প্রতিমা বিসর্জনস্থলেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। পূজা উপলক্ষে প্রায় সাত হাজার পুলিশ সদস্য দায়িত্বে রয়েছে।
ধর্মীয় আচার অনুযায়ী সকালে বেল গাছের নিচে বিল্লে ষষ্ঠী পালন করা হয়। এছাড়া সন্ধ্যায় মায়ের আমন্ত্রণ এবং অধিবাস পালন করবে দেশের হিন্দু সম্প্রদায়। এছাড়া মণ্ডপে মণ্ডপে ভক্তিমূলক গানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ। রোববার বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে ছয় দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রোববার দবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় এ শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আজ ষষ্ঠী। পূর্বাহ্নে ষষ্ঠী বিল্লে পূজা, সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস, সন্ধ্যায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান।
মঙ্গলবার মহাসপ্তমী। এদিন পূবাহ্নে দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন ও সপ্তাম্যাদি কল্পারম্ভ ও মহাসপ্তমী বিহিত পূজা, দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ, সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা।
বুধবার মহাষ্টমী। পূর্বাহ্নে মহাষ্টমী বিহিত পূজা, সন্ধিপূজা ও মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরণ। বৃহস্পতিবার মহানবমী এবং শুক্রবার ২৩ অক্টোবর বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ জানান, এবার বিজয়া দশমীর দিনে সন্ধ্যার মধ্যে প্রতিমা বিসর্জনের জন্য নির্দেশ দেয়া হয়েছে। যেহেতু একদিন বাড়িয়ে নেয়া হয়েছে তাই প্রতিমা বিসর্জনে দীর্ঘ রাত করা যাবে না। এবার সারা দেশে ২৯ হাজার ৭৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ