বুধবার, ১৫ মার্চ, ২০১৭, ১২:১৯:৫০

দা হাতে হকার উচ্ছেদে পুলিশ

দা হাতে হকার উচ্ছেদে পুলিশ

নিউজ ডেস্ক: এবার দা হাতে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া বাসস্ট্যান্ডে সড়ক ও ফুটপাত দখল করে  ক্ষুদ্র ব্যবসা করছে কিছু হকার। অভিযোগ রয়েছে হকারদের নিয়ে নানা মহলের বিরুদ্ধে বাণিজ্যেরও।

মোগরাপাড়া বাসস্ট্যান্ডে অবৈধ হকারদের নানা চেষ্টার পরেও তুলে দেওয়া যাচ্ছে না। এ ধরনের পরিস্থিতিতে হকার উচ্ছেদ একরকম অসম্ভব হয়ে উঠেছিল। তবে মোগরাপাড়া বাসস্ট্যান্ডে গতকাল বিকেল ৪টায় আচমকা বদলে গেল পরিস্থিতি। পুলিশের গাড়ি থেকে নেমে উর্দিধারী একজন তেড়ে এলেন ফুটপাতের দিকে। বাঁ হাতে তাঁর লাঠি, ডান হাতে দা।

এসেই তিনি প্রথমে দায়ের কোপ বসালেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যান গাড়িতে। ভ্যানচালক ভয়ে ভ্যান রেখেই দৌড়ে পালালেন। এবার তিনি ছুটে গেলেন ফলের দোকানগুলোর দিকে। দোকানে সাজিয়ে রাখা ফলগুলো দায়ের কোপে ছিন্নভিন্ন করে দিলেন। গোটা বাসস্ট্যান্ড এলাকায় তখন ছড়িয়ে পড়ে আতঙ্ক।

পরে জানা গেল, দা হাতে তাণ্ডব চালানো লোকটি কাঁচপুর হাইওয়ে থানার ওসি। নাম তাঁর শেখ শরীফুল আলম। বিষয়টি জানালে গাজীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, দা হাতে পুলিশের কেউ এভাবে সাধারণ মানুষের জানমালের ওপর হামলে পড়তে পারেন না।

এটা আইনবহির্ভূত ও খুবই গর্হিত কাজ। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি যদি এমন ঘটনা ঘটিয়ে থাকেন, তাহলে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কথা বলতে একাধিকবার ওসি শরীফুল আলমের মোবাইল ফোনে কল করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।
১৫ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে