নিউজ ডেস্ক : পুরান ঢাকায় কোতয়ালী থানার শাঁখারীবাজারে হোলি উৎসবকে কেন্দ্র করে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ আকাশ (১৯), মোঃ সিফাত (২০), ও মোঃ মামুন (১৮)।
গত ১২ মার্চ রবিবার পুরান ঢাকায় শাঁখারীবাজারে উৎসব মুখর পরিবেশে হোলি উৎসব পালন করা হচ্ছিল। এক পর্যায়ে কিছু বখাটে এই হোলি খেলায় ঢুকে গিয়ে পথচারী ও অফিসগামী বিভিন্নজনকে রঙ মাখিয়ে লাঞ্ছিত করে। এমনকি রিক্সায় চলমান নারীদের গায়ে মুখে রঙ লাগিয়ে নানা কুরুচীপূর্ণ মন্তব্য ও অঙ্গভঙ্গী করে। এর ফলে সেখানে একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বখাটেদের এ ধরণের আচরণ অনাকাঙ্খিত এবং তা ধর্মীয় উৎসবটিকে প্রশ্নবিদ্ধ করবে বলে বিভিন্নজন মন্তব্য করেন। পরবর্তীতে এ ব্যাপারে থানায় অভিযোগ জানানো হলে পুলিশ দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয় এবং অভিযান পরিচালনা করে এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করে।
১৫ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস