নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের ঘিরে রাখা জঙ্গি আস্তানার উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত টিম। এ খবর নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপের ডিসি প্রলয় কুমার জোয়ার্দার।
প্রলয় কুমার জোয়ার্দার জানান, চট্টগ্রামে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। তিনি বলেন, ‘আমাদের টিম অলরেডি চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। তারা গিয়ে প্রথমে পরিস্থিতি পর্যালোচনা করবে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।’
বুধবার বিকাল ৩টার দিকে সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানা ঘিরে ফেলে পুলিশ। এর মধ্যে একটি আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া বোমায় সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আহত হয়েছেন। পুলিশে জানিয়েছে, সীতাকুণ্ড পৌরসভার পশ্চিম আমিরাবাদ এলাকার সাধন চন্দ্র ধরের বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে গোপন সূত্রে খবর পায় তারা।
সেসময় সাধনের বাড়ি ঘিরে ফেলে একদল পুলিশ। এরমধ্যেই একজন নারী ও একজন পুরুষ ছাড়া বাকিরা বাড়ি থেকে সরে পড়তে সক্ষম হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জঙ্গিরা প্রেমতলা নামক এলাকার একটি বাড়িতে অবস্থান নিয়েছে খবর পেয়ে সেখানে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। পুলিশ জঙ্গি আস্তানাটি ঘিরে ফেললে তাদের লক্ষ্য করে বোমা ছুড়ে জঙ্গিরা। বোমার আঘাতে ওসি মোজাম্মেল আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মহিউদ্দৌলা রেজা জানান, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে তাদের এই অভিযান শুরু হয়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ দুটি বাড়িই ঘিরে রেখেছে। পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
১৫ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস