সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ০৫:১৪:৪৪

পারলেন না জাবি ভিসি ফারজানা ইসলাম

 পারলেন না জাবি ভিসি ফারজানা ইসলাম

নিউজ ডেস্ক : বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপুকে চাকরি দিয়েও শিক্ষকদের আন্দোলনের মুখে টেকাতে পারলেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ফারজানা ইসলাম। অবশেষে শিক্ষকদের আন্দোলনের মুখে চাকরি হারালেন শিক্ষক লাঞ্ছনার অভিযোগে অভিযুক্ত ফয়সাল হোসেন দীপু। আজ সোমবার তার নিয়োগ বাতিল করতে বাধ্য হন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী কাউকে চাকরিচ্যুত করতে হলে সাধারণত এক মাস আগে নোটিস দিতে হয়। দিপুকে চাকরি থেকে অব্যাহতির নেটিস সোমবার দেয়া হয়েছে। এর আগে, শনিবার শিক্ষক সমিতির সাধারণ সভায় বিতর্কিত ছাত্রলীগ নেতা দীপুর নিয়োগ বাতিলের দাবিতে উপাচার্যকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়। বেঁধে দেয়া সময় অতিবাহিত হলেও উপাচার্য ওই ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিল না করায় অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতির ডাক দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ অবস্থায় সোমবার ওই ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিল করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এদিকে ওই ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিল করায় উপাচার্যকে অভিনন্দন জানিয়ে সব কর্মসূচি স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রসঙ্গত, এ বছরের জুলাইয়ে শিক্ষক লাঞ্ছনার অভিযোগে অভিযুক্ত শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপুকে অস্থায়ী ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (গ্রন্থাগার) পদে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এরপর থেকেই জাবির শিক্ষক সমিতিসহ শিক্ষকরা তার নিয়োগ বাতিলের দাবিতে ফুঁসে উঠেন। ১৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে