বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭, ১২:৪৪:৪৮

বাংলাদেশ সীমান্ত ‘সিল’ করার কাজ প্রায় শেষ ভারতের

বাংলাদেশ সীমান্ত ‘সিল’ করার কাজ প্রায় শেষ ভারতের

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত ‘সিল’ করে দেয়ার কাজ প্রায় শেষ করে ফেলেছে ভারত। এ ছাড়া মিয়ানমারের সঙ্গে সীমান্তের কিছু অংশে বেড়া নির্মাণ করছে। এর উদ্দেশ্য অনুপ্রবেশ ও পাচার বন্ধ করা।

গত বছর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিয় বলেছিলেন, ২০১৮ সালের মধ্যে পাকিস্তানের সঙ্গে সীমান্ত সিল করে দেবে ভারত। এ খবর দিয়েছে অনলাইন ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।

এতে বলা হয়, মঙ্গলবার লোকসভায় জ্যোতিরাদিত্য এম সিনডিয়া ও প্রফেসর সৌগত রায়ের প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজেজু  বলেছেন বাংলাদেশ, পাকিস্তান ও মিয়ানমারের সঙ্গে ভারতীয় সীমান্তে বেড়া নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। বাংলাদেশ-ভারত সীমান্তের ৩৩২৬ কিলোমিটারের কাজে বরাদ্দ হয়েছে। এর মধ্যে ২৭৩১ কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে।

ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্তের ২০৬৩.০৬ কিলোমিটারে বেড়া নির্মাণ অনুমোদন হয়েছে। এর মধ্যে কাজ সম্পন্ন হয়েছে ২০০৩.০৬ কিলোমিটার। মিয়ানমারের সঙ্গে ১০ কিলোমিটারে বেড়া নির্মাণের কাজ বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৪ কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে।
১৬ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে