মেডিকেল প্রশ্ন ফাঁসের বিষয়ে গণশুনানি শুক্রবার
ঢাকা : মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রশ্ন ফাঁসের বিষয়ে টিএসসিতে ৩০ অক্টোবর শুক্রবার গণশুনানি করবে সুশীল সমাজ নিয়ে গঠিত গণতদন্ত কমিটি।
২০ নভেম্বর এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করা হবে। সকালে রাজধানীর টিএসসি'তে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয় তুলে ধরেন ‘মেডিকেল ও ডেন্টাল প্রশ্নপত্র ফাঁস বিষয়ক’ তদন্ত কমিটির আহবায়ক ড. আনু মুহম্মদ।
তিনি বলেন, যেহেতু এ বিষয়ে সরকার কোনো উদ্যোগ নেয়নি, তাই সুশীল সমাজ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করবে।
প্রশ্নপত্র ফাঁস বিষয়ে জাতীয় দৈনিক ও গণমাধ্যমের সহায়তায় পূর্ণাঙ্গ তথ্য তুলে আনা হবে, যা প্রশ্নপত্র ফাঁস রোধে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান তিনি।
১৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�