তারানা হালিমের নির্দেশ
ঢাকা : মোবাইলে কলড্রপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোবাইল কোম্পানিগুলোকে নির্দেশনা দিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গ্রাহক বেশি হওয়ায় গ্রামীণফোনের বিরুদ্ধেই অভিযোগ বেশি বলেও জানান তিনি।
সোমবার বিকেলে সচিবালয়ে মোবাইল অপারেটরগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে এসব কথা জানান তিনি।
বৈঠকে কলড্রপের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তারানা হালিম ছয় মোবাইল ফোন অপারেটরকে কলড্রপ কমানো এবং সেবার মান বাড়ানোর নির্দেশ দেন।
এ সময় গ্রামীনফোনের প্রধান নির্বাহী রাজিব শেঠি মন্ত্রীকে জানান, মোবাইল ফোন একটি ওয়ার্ল্ড ওয়্যারলেস সার্ভিস। এতে জিরো কলড্রপ সম্ভব নয়।
সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গ্রামীণ ফোনের বিরুদ্ধে অভিযোগ করেন। এরপর এ নিয়ে গ্রাহকদের সেবার মান নিয়ে তৎপর হয় টেলযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসি।
শাহরিয়ার আলমের স্ট্যাটাসের নিচে প্রতিমন্ত্রী তারানা হালিমও মন্তব্য করেন। সেখানে প্রতিমন্ত্রী জানান, মোবাইল অপারেটরগুলো ব্যবসা করতেই বেশি ব্যস্ত। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ট্যাটাসে আরো অনেকেই বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বৈঠকে ওই স্ট্যাটাস ও কমেন্টগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে অপারেটরদের দেখানো হয়।
১৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�