হাল ছাড়েননি কাদের সিদ্দিকী
ঢাকা : মনোনয়নপত্র বাতিল হলেও হাল ছাড়েননি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। কালিহাতী উপনির্বাচনে নির্বাচন কমিশনের দেয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বঙ্গবীর কাদের সিদ্দিকী জানান, উচ্চ আদালতের রায় পক্ষে না গেলেও তিনি দলের প্রার্থী নির্বাচনে থাকবেন।
আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে।
কাদের সিদ্দিকী বলেন, আমরা আগেই জানতাম নির্বাচন কমিশন এরকম কিছু একটা করবে। এজন্য আমরা আগেই এগিয়েছিলাম। চারজন মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। তাদের দুজন এখনো আছেন। আদালতের রায় আমাদের পক্ষে না এলে দুজনের একজনকে দলীয় প্রার্থী করা হবে।
তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের দিন পর্যন্ত আমরা ব্যাংকের দায়মুক্ত ছিলাম। এরপর ব্যাংক থেকে ঋণখেলাপির দায় আনা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী প্রমুখ।
১৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�