শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭, ০৮:২১:০৩

রাজনৈতিক অপশক্তিকে মদদ দেয় বিএনপি : কাদের

রাজনৈতিক অপশক্তিকে মদদ দেয় বিএনপি : কাদের

নিউজ ডেস্ক : রাজনীতিতে অপশক্তি বিএনপিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। এই দলটি জঙ্গিবাদে মদদ দেয় বলেই, সন্ত্রাস বিরোধী যেকোনো অভিযানের বিরোধিতা করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরভ

শুক্রবার সকালে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকের দিনের শপথ হবে বঙ্গবন্ধুর বিজয়কে, বাঙালির বিজয়কে সুসংহত করতে আমরা সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গঠন করবো। এখানে রাজনৈতিক অপশক্তি আছে। সেই রাজনৈতিক অপশক্তিকে মদদ দেয় বিএনপি।’
১৭ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে