টাকা ছিনতাই ২৫ লাখ, হাসপাতালে কর্মচারী
ঢাকা : রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরে জুয়েলার্সের কর্মচারীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেলে তাঁতীবাজারের স্বাদ জুয়েলার্সের কর্মচারী পার্থ কুমারকে গুলি করে ছিনতাইকারীরা।
তাকে গুরুতর আহতাবস্থায় জাতীয় অর্থপেডিকস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, বিকেল সোয়া ৪টার দিকে আল-আরাফাহ ব্যাংক ইসলামপুর শাখা থেকে পার্থ ২৫ লাখ টাকা তুলেন। এরপর তাঁতীবাজারে তার প্রতিষ্ঠানের উদ্দেশ্যে হেঁটে রওনা দেন তিনি।
তিনি জানান, ব্যাংক থেকে কিছু দূর যাওয়ার পর ইসলামপুরে একটি বহুতল ভবনের সামনে ৪/৫ জনের ছিনতাইকারী দল তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে ছিনতাইকারীরা তার পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
তাঁতীবাজারের স্বাদ জুয়েলার্সের মালিক খোরশেদ আলম পুলিশকে জানান, তার দোকানের কর্মচারী পার্থকে ২৫ লাখ টাকা উত্তোলন করতে ব্যাংকে পাঠিয়েছিলেন তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি খবর পান যে, ছিনতাইকারীরা পার্থকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়েছে।
১৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�