মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ১০:৫৩:২২

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন নাজমুল হুদা!

 প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন নাজমুল হুদা!

ঢাকা : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রাক্তন বিএনপি নেতা ও বাংলাদেশ মানবাধিকার পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি এই সাক্ষাত করেন। এ সময় তিনি প্রায় এক ঘণ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। গণভবনের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নাজমূল হুদার মুঠো ফোনে এ বিষয়ে যোগাযোগ করলে তার ব্যক্তিগত নাম্বারটি বন্ধ পাওয়া যায়। তবে সূত্রটি জানায়, আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। আর নাজমুল হুদা একটি মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা। তার সংস্থা মানবাধিকার বাস্তবায়ন কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর। এ উপলক্ষ্যে সেই সম্মেলনে প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ জানানোর জন্য তিনি গণভবনে যান। নাজমূল হুদা প্রধানমন্ত্রীকে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন। প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে ২০১০ সালে বহিষ্কৃত হন সহ-সভাপতি নাজমুল হুদা। ২০১২ সালের অগাস্ট মাসে তিনি বিএনএফ গঠনের ঘোষণা দেন। এরপর ২০১৩ সালের ফেব্রুয়ারিতে নিজেকে ওই দল থেকে সরিয়ে নেন। পরবর্তীতে বিএনপিতে পুনরায় ফেরার আগ্রহও সেই সময় নিজ থেকে জানিয়েছিলেন তিনি। সর্বশেষ গত বছর নভেম্বরে এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ মানবাধিকার পার্টি’ নামে নতুন দল গঠনের ঘোষণা দেন বিএনপির প্রাক্তন ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা। বিএনপির সরকারের দুই মেয়াদে দুবারই মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে