নিউজ ডেস্ক : জঙ্গি হামলার ঘটনায় সরকারের অবস্থান রহস্যজনক, বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির মহাসচিব জঙ্গি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সরকার জঙ্গিবাদ সমস্যার সমাধান চায় না, বরং জঙ্গিবাদকে জিইয়ে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। জঙ্গি হামলার ঘটনায় সরকারের অবস্থান রহস্যজনক।’
ফখরুল আরও বলেন, ‘জঙ্গিবাদ নিরসনে সরকার আন্তরিক নয়। নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জঙ্গিবাদকে রাজনৈতিকভাবে ফায়দা লোটার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’ এসময় তিনি এসব হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের খুঁজে বের করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে সম্ভাব্য চুক্তির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘তিস্তার পানি চুক্তির নামে প্রতিরক্ষা চুক্তি করা যাবে না। ভারতের কাছ থেকে যে এক ফোঁটা পানিও পাবে না তা পানিমন্ত্রীর কথায় প্রমাণিত হয়েছে।’ তিস্তার পানি চুক্তি ছাড়া দেশের সার্বভৌমত্ববিরোধী কোনও চুক্তি হলে মানুষ মেনে নেবে না, বলেও জানান বিএনপির এই নেতা।
আলোকচিত্র প্রদর্শনীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর তোলা বিভিন্ন ছবি রয়েছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুবদল এই প্রদশর্নীর আয়োজন করেছে। এসময় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস