মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭, ১০:০০:০৬

বোরহানউদ্দিনে যোগ্য প্রার্থীই নেতা হিসেবে চান ছাত্রলীগের কর্মীরা

বোরহানউদ্দিনে যোগ্য প্রার্থীই নেতা হিসেবে চান ছাত্রলীগের কর্মীরা

ভোলা থেকে: আর মাত্র একদিন পরেই ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সম্মেলন। সম্মেলনের মাধ্যমে বেরিয়ে আসবে উপজেলা ছাত্রলীগের নতুন নেতৃত্ব।

এদিকে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীদের বায়োডাটা এবং আনুসঙ্গিক কাগজ জমা দেয়ার সময় ইতোমধ্যেই শেষ হওয়ার পথে।

এবারের সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক পদে লবিং করছেন বেশ কয়েকজন প্রার্থী। প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে সৌজন্য সাক্ষাত করছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এবং উপজেলার আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাদেও সঙ্গে। অনেকে আবার জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গেও সাক্ষাত করছেন। সব মিলিয়ে সম্মেলনকে ঘিরে অন্যরকম আবহ বিরাজ করছে।

সভাপতি প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি জোহেব হাসান। তিনি বিগত বিএনপি-জামাত জোট সরকারের আমলে বিএনপি দলীয় তৎকালীন এমপি হাফিজ ইব্রাহিমের রোষানলে পড়েছেন অনেকবার।
বঙ্গবন্ধুর আদর্শের এই সৈনিক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি থাকাকালীন সময়ে উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগকে সুসংগঠিত করতে দিনরাত পরিশ্রম করেছেন।

বোরহানউদ্দিনের ছাত্রলীগকে একটি শক্তিশালী ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত করতে তার অবদান অনস্বীকার্য। আওয়ামীলীগ ও ছাত্রলীগ ঘোষিত সকল সভা সমাবেশে শত শত ছাত্রলীগ কর্মী নিয়ে তার সরব উপস্থিতি বর্তমান এমপি আলী আজম মুকুলের দৃষ্টি কেড়েছে।

বর্তমানে বোরহানউদ্দিনের বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তার নেতৃত্ব মেনে নিতে আগ্রহী। তিনি বোরহানউদ্দিনের সাধারণ ছাত্রদের মনযোগ আকর্ষন করতে সক্ষম হয়েছেন।

অন্যদিকে আরেক সভাপতি প্রার্থী নজরুল ইসলামের বাবা পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। যদিও বর্তমানে আওয়ামীলীগে যোগদান করেছেন। নজরুল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে উল্লেখযোগ্য কোন কাজ করতে পারেননি। পৌর ছাত্রলীগকে সুসংগঠিত করতেও তার ব্যর্থতার ঝুলি অনেক বড়। মুষ্টিমেয় কয়েকজন নেতার আস্থাভাজন হিসেবে সভাপতির পদ পাওয়ার স্বপ্ন দেখছেন।

 সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে লবিং করছেন সদ্য বিলুপ্ত থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফনান পাটোয়ারি, সদ্য বিলুপ্ত থানা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন পলাশ বিশ্বাস, সদ্য বিলুপ্ত থানা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল হাওলাদার  এবং মানিকা ইউনিয়ন শাখার সভাপতি সুজন মুন্সী।

এ ব্যাপারে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, সম্মেলনের মাধ্যমে যোগ্যদেরকেই বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের নতুন নেতৃত্বে আনা হবে।

বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরাও যোগ্য প্রার্থীকেই তাদের সংগঠনের নেতা হিসেবে দেখতে চান।
২৮ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি/প্রতিনিধি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে