বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭, ০১:১০:৩৯

লাইফ সাপোর্টে সিঙ্গাপুর থেকে দেশে ফেরত র‌্যাবের গোয়েন্দা প্রধান

লাইফ সাপোর্টে সিঙ্গাপুর থেকে দেশে ফেরত র‌্যাবের গোয়েন্দা প্রধান

সিলেট থেকে : সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণে আহত র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদকে লাইফ সাপোর্টসহ সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।

বুধবার রাত সোয়া ৮টা দিকে তাকে বহনকারী এয়ার এ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান।

তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টসহ ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। এখন তাকে ঢাকার সিএমএইচ-এ চিকিৎসা দেওয়া হবে।

এর আগে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, সিঙ্গাপুরে চিকিৎসকরা আহত র‌্যাব কর্মকর্তার পরীক্ষা-নিরীক্ষা করেছেন, তাদের পরামর্শ অনুযায়ী দেশে ফেরত আনার বিষয়ে সিদ্ধান্ত হয়। দেশের ফেরার পর তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হবে। আশা করি অল্পসময়ের মধ্যে আজাদের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে।    

এর আগে, রবিবার রাত ৮টা ১০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুল কালাম আজাদকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। এদিন ৭টা ৫০ মিনিটে তাকে সিএমএইচ থেকে বিমানবন্দরের নিয়ে যাওয়া হয়।

৩০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে