শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ১১:২৫:১৬

অভিযান চলছে, ভেতরে ঢুকে গুলি করছে সোয়াট

অভিযান চলছে, ভেতরে ঢুকে গুলি করছে সোয়াট

প্রতিনিধি: মৌলভীবাজার শহরের বড়হাটে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযানে নেমেছে স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাক্টিস (সোয়াট) টিম। ইতোমধ্যে আস্তানার ওই বাড়িতে ঢুকে গুলি শুরু করেছে বিশেষ এই বাহিনী। আজ শনিবার সকাল ৯টার পরে পূর্বের ধারাবাহিকতায় অপারেশন ম্যাক্সিমাস শুরু হয়।

তবে গুলির শব্দ আসতে থাকে সাড়ে ১০টার পর থেকে। এতে চারদিকে বারুদের গন্ধ ছড়িয়ে পড়ে। এর আগে আলোকস্বল্পতার কারণে শুক্রবার সন্ধ্যায় ম্যাক্সিমাস অভিযান স্থগিত করা হয়। বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

সাংবাদিকদের মনিরুল জানান, বাড়িটিতে অনেকগুলো কামরা রয়েছে তার পাশে আছে আরেকটি ভবন- যা নির্মাণাধীন। এর আগে গত বৃহস্পতিবার মৌলভীবাজার শহর থেকে ২০ কিলোমিটার দূরের নাসিরপুর গ্রামে জঙ্গি আস্তানায় অপারেশন হিট ব্যাক শেষ হওয়ার পর ওই বাড়ি থেকে চার শিশু, দুই নারীসহ সাতজনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধারের খবর জানায় পুলিশ।
০১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে