নিউজ ডেস্ক : নতুন মহাজোট গড়ার বিরুদ্ধে না যেতে নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, একটা কথা মনে রাখবেন, নমিনেশন কিন্তু আমি দেবো, তাই কথা বলার আগে আমার চাওয়া বুঝে কথা বলবেন।
রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় এরশাদ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “জোটের বিরুদ্ধে কোনো কথা শুনতে চাই না। একটা কথা মনে রাখবেন, নমিনেশন কিন্তু দেব আমি এবং মহাসচিব রুহুল আমিন হাওলাদার। কথা বলার আগে আমি কি চাই তা বুঝে কথা বলবেন। ”
আরেকটি জোট গড়ে একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানানোর পর এ প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েকটি ইসলামি দলের সঙ্গে আলোচনায় বসার কথা জানান এরশাদ। এরই মধ্যে ৩০-৪০টি দলের সঙ্গে যোগাযোগ হয়েছে জানিয়ে তিনি বিষয়টিকে গুরুত্ব দিতে দলের সবার প্রতি আহ্বানও জানিয়েছেন।
এরশাদ বলেন, “জোট করছি। ৩০-৪০টি দল এসেছে। এদেরকে অবহেলা করার কোনো কারণ নেই। দেশের ৯০ ভাগ মানুষ মুসলমান, তাদের কথা শোনার লোক নেই। অনেক দল আসছে, আমরা তাদের সঙ্গে বসব। ” তবে কবে নাগাদ দলগুলোর সঙ্গে এই আলোচনা শুরু তার কোনো ইঙ্গিত দেননি জাপা চেয়ারম্যান।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নেতৃত্বে নির্বাচনী জোট করার কথা বলেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এ উপলক্ষে গত ১৫ মার্চ বাংলাদেশ লেবার পার্টি, আমজনতা পার্টি, গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টি, জাতীয় হিন্দু লীগ, সচেতন হিন্দু পার্টিসহ ১৫টি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর ৩০ মার্চ জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ইসলামী মহাজোটের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের পর এরশাদ তার নির্বাচনী পরিকল্পনার কথা সাংবাদিকদের জানান।
০২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস