নিউজ ডেস্ক: নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।
শনিবার দুপুরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত বৈঠকের পর দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এ সব চুক্তি হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শেখ হাসিনা।
এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেন দুই দেশের প্রধানমন্ত্রী। সই হওয়া চুক্তিসমূহের মধ্যে রয়েছে-সাইবার নিরাপত্তা, পরমাণু বিদ্যুৎ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা, ঋণ সহযোগিতা, প্রতিরক্ষা, বর্ডার হাট স্থাপন, কমিউনিটি ক্লিনিক স্থাপন এবং বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা।
এর আগে হিন্দি ভাষায় অনূদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা ও মোদি।
বৈঠকের পর দুটি রুটে নতুন ট্রেন সার্ভিসের উদ্বোধন করা হয়। পরে বল রুমে যৌথ সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।
৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস