নিউজ ডেস্ক: পয়লা বৈশাখে দেশের সব সরকারি স্কুল-কলেজে মঙ্গল শোভাযাত্রা বাধ্যতামূলক করাকে ইমান-আকিদা ও ইসলামী সংস্কৃতিবিরোধী হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে এই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন খেলাফতে ইসলামী বাংলাদেশের আমির ও ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।
গতকাল এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, মুসলমানগণ তাদের ইমানকে সব কিছুর ঊর্ধ্বে প্রাধান্য দিয়ে থাকে। ইসলামের বিশ্বাস মতে কোনো জীবজন্তু, বন্যপ্রাণী ও দেবদেবীর মূর্তির কাছে কল্যাণ ও মঙ্গল কামনা করা হারাম। সুতরাং মুসলমানদের জন্য মঙ্গল শোভাযাত্রার এই অপসংস্কৃতি অবশ্যই পরিত্যাজ্য।
তিনি বলেন, কোনো নাগরিককে তার ইমান-আকিদা বিরোধী রীতি পালনে বাধ্য করা সংবিধানের মৌলিক নীতিমালার ঘোরতর বিরোধী। যারা জোর করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর এই রীতি চাপিয়ে দেওয়ার পাঁয়তারা করছেন, তারা প্রকৃতপক্ষে সংবিধানের মৌলিক নীতিমালা ভঙ্গ করছেন।
তিনি বলেন, আমরা মনে করি, দেশ থেকে ইসলামী সভ্যতা, কৃষ্টি-কালচারকে বিতাড়িত করতেই বিজাতীয় কথিত মঙ্গল শোভাযাত্রা আমদানি করা হয়েছে। তাই মুসলমানদের নিজ নিজ ইমান হেফাজতে সতর্ক থাকতে হবে।
১১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস