নিউজ ডেস্ক: হেফাজতে ইসলামের আমির ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতি আল্লামা শাহ আহমদ শফীর দাবি মেনেই কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। কওমি মাদ্রাসার দাওয়ায় হাদিসের মান হচ্ছে এমএ (আরবি/ ইসলামের ইতিহাস) সমমান। এরমধ্য দিয়ে সনদের স্বীকৃতি নিয়ে কওমিপন্থীদের সঙ্গে সরকারের টানাপড়েনের অবসান হতে যাচ্ছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি আলেমদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির ঘোষণা দিতে পারেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি আলেমদের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক করবেন। ইতোমধ্যে চট্টগ্রাম থেকে ঢাকা এসেছেন আল্লামা শাহ আহমদ শফী। প্রধানমন্ত্রীর বৈঠকে শাহ আহমদ শফীসহ কওমি আলেমার উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বেফাকের শীর্ষ নেতারা।
সূত্র জানায়, কওমি মাদ্রাসার দাওয়ায় হাদিসের মান এমএ (আরবি/ ইসলামের ইতিহাস) সমমান হবে। তবে এ ক্ষেত্রে কওমি মাদ্রাসার শিক্ষা পদ্ধতি, সিলেবাস ও মাদ্রাসা পরিচালনায় কোনোরূপ প্রত্যক্ষ ও পরোক্ষ পরিবর্তন এবং সরকারের নিয়ন্ত্রণ থাকছে না। পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশেও সরকারের কোনও সম্পৃক্ততা থাকবে না। শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ব প্রস্তাবিত কওমি মাদ্রাসার কর্তৃপক্ষ ও কমিশনও হচ্ছে না। আহমদ শফীর নেতৃত্ত্বাধীন বেফাকের নেতৃত্বে দেশের ৬টি কওমি মাদ্রাসা বোর্ডের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটির একটি রূপরেখা আহমদ শফী প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন।
এ প্রসঙ্গে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ আনুষ্ঠানিকভাবে কওমি মাদ্রাসার শিক্ষা সনদের স্বীকৃতির ঘোষণা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেফাক সভাপতি আল্লামা শাহ আহমদ শফীসহ দেশের বিভিন্ন কওমি মাদ্রাসা বোর্ডের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এ ঘোষণা দেবেন। আমাদের সঙ্গে সরকারের যোগযোগও হয়েছে। দাওয়ায় হাদিসের মান এমএ (আরবি/ ইসলামের ইতিহাস) সমমান হবে।’
এদিকে মঙ্গলবার আহমদ শফী বেফাকের মজলিসে শূরা ও আমেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন। স্বীকৃতির বিষয়ে রূপরেখা চূড়ান্ত করা হবে এ বৈঠকে। এ প্রসঙ্গে বেফাকের সহকারি মহাসচিব মুফতি মাহফুজুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে বেফাকের পক্ষ থেকে স্বীকৃতি সংক্রান্ত রূপরেখা তুলে ধরা হবে। এটি চূড়ান্ত করতে বেফাক সভাপতি মজলিসে শূরা ও আমেলার সঙ্গে বসছেন।’
প্রসঙ্গত , ২০১২ সালের ১৫ এপ্রিল প্রধানমন্ত্রীর নির্দেশে ‘বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা কমিশন’ গঠন করা হয়। শাহ আহমদ শফীকে চেয়ারম্যান করে ১৭ সদস্যের নিয়ে এ কমিশন গঠিত হয়। সেই কমিশনের কো-চেয়ারম্যান ছিলেন শোলাকিয়ার খতিব মাওলানা ফরীদউদ্দীন মাসউদ এবং সদস্য সচিব ছিলেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার (কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার) চেয়ারম্যান মাওলানা রহুল আমিন। ২০১৩ সালের ১৩ এপ্রিল সরকারের কাছে কিছু সুপারিশ জমা দেন কমিশনের কো-চেয়ারম্যান ও সদস্য সচিব। সে সময় হেফাজতে ইসলামসহ আহমদ শফীর অনুসারীরা এ সুপারিশ প্রত্যাখ্যান করে স্বীকৃতির বিরোধিতা করেন।
‘কওমি মাদরাসা শিক্ষা আইন-২০১৩‘ ২০১৩ সালের অক্টোবরে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উঠলেও হেফাজতের আন্দোলনের মুখে আলোর মুখ দেখিনি। সর্বশেষ গত বছরের ২৭ সেপ্টেম্বর স্বীকৃতির বিষয়ে সুপারিশ দিতে ফরীদউদ্দীন মাসউদের নেতৃত্বে একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। তাতেও বিরূপ প্রতিক্রিয়া দেখায় হেফাজত। ৯ অক্টোবর হেফাজতের আহমদ শফীর নেতৃত্বাধীন কমিশনকে পুনরুজ্জীবিত করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। তবে কমিশন বিলুপ্তির দাবি জানিয়ে সরকারে বিভিন্ন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আহমদ শফীর অনুসারীরা।
অন্যদিকে ফরীদউদ্দীন মাসউদের কঠোর সমালোচনাও করেন তারা। ফরীদউদ্দীন মাসউদ গত ১০ডিসেম্বর চট্টগ্রামে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় দেশের কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড সমূহ ও কওমি অঙ্গনের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের নিয়ে সভা যোগ দেন। ফরীদউদ্দীন মাসউদ সেখানে আহমদ শফীর সিদ্ধান্ত মেনে সঙ্গে থাকার ঘোষণা দেওয়ার পর গতি পায় সনদের স্বীকৃতির কার্যক্রম।-বাংলা ট্রিবিউন
১১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস