নিউজ ডেস্ক: পহেলা বৈশাখে সকাল ১০টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করবেন।
বৃহস্পতিবার দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলা নববর্ষ-১৪২৪ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ ও সমগ্র দেশবাসীকে এক বিবৃতিতে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিবৃতিতে তিনি বলেন, বাঙালি জাতির কাছে বাংলা নববর্ষ নতুন বার্তা নিয়ে আসে। নববর্ষের নতুন বারতা বাঙালি জাতির জীবনে প্রতিটি ক্ষেত্রে নতুন প্রাণ সঞ্চার করে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাঙালি জাতির ঐক্যবদ্ধ উৎসব হচ্ছে বাংলা নববর্ষ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলা নববর্ষের শুভ দিনে দেশবাসী সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস