বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ১০:৫৮:৫৬

আমাদের ইতিহাস-ঐতিহ্য ভোলাতে চলছে ফন্দি ফিকির : খালেদা জিয়া

আমাদের ইতিহাস-ঐতিহ্য ভোলাতে চলছে ফন্দি ফিকির : খালেদা জিয়া

নিউজ ডেস্ক : দেশজুড়ে ভয়াবহ দুর্দিন চলবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে ভুলিয়ে দেওয়ার জন্য নানা ফন্দি-ফিকির চলছে।’

বাংলা নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এমন মন্তব্য করেন।

খালেদা জিয়া বলেন, ‘বাংলা সন-তারিখ আমাদের প্রাত্যহিক জীবন, দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ডের অপরিহার্য অনুষঙ্গ। তাই এটি জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশও। সুদীর্ঘকাল ধরে গড়ে ওঠা ভাষা ও কৃষ্টির জমাট মোজাইককে ভেঙে ফেলার জন্য বিদেশি আধিপত্যবাদী প্রভুরা সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের জন্য মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। স্বজাতির ইতিহাস-ঐতিহ্যকে ভুলিয়ে দেওয়ার জন্য চলছে নানা ফন্দি ফিকির।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘দেশের এই চরম সংকটকালে আমাদের ভাষা, সংস্কৃতির স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য সব আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানুষে মানুষে শুভেচ্ছাবোধ ও সহমর্মিতা গণতন্ত্রের সারবত্তা, নানা মত ও পথের বৈচিত্র্যে ভরা বহুমাত্রিকতা আমাদের সমাজ-সংস্কৃতির অন্তরাত্মা। সেই গণতন্ত্রকে রাষ্ট্র ও সমাজ থেকে বিদায় করে দেওয়া হয়েছে, একমাত্রিক রাষ্ট্রের ভিত্তি হিসেবে দাঁড় করানোর জন্য।’

দেশ-বিদেশের সব বাংলাদেশিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘আবহমানকাল ধরে নতুন আঙ্গিক, রূপ, বর্ণ ও বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে বার বার ঘুরে আসে পহেলা বৈশাখ। অনন্তকাল ধরে গড়ে ওঠা আমাদের ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের অহঙ্কার মিশে থাকে নতুন বছরের আগমনে। আমাদের হৃদয়ে উদ্ভাসিত হয় দেশমাতৃকার অতীত গৌরব ও ঐশ্বর্য।’  

১৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে