শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭, ০৯:৫০:২৮

ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে গেলেন খালেদা জিয়া

ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে গেলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক : সাংস্কৃতিক আয়োজন চলকালীন বিরক্ত হয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাংস্কৃতিক অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির সিনিয়র নেতারা।

শুক্রবার বিকেলে বাংলা নববর্ষ উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাস সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সময় এ ঘটনা ঘটে।

‘অনুষ্ঠানে মানহীন গান ও নৃত্য পরিবেশন করায় অনুষ্ঠানের শুরু থেকেই অস্বস্তিবোধ করেন খালেদ জিয়া ও সিনিয়র নেতারা। তারা আয়োজকদের মানসম্পন্ন গান পরিবেশনের কথাও বলেন। কিন্তু মানসম্পন্ন কোনো গান পরিবেশন করার মতো শিল্পী না থাকায় এক পর্যায়ে দলের সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন ও অন্য নেতারা খালেদা জিয়াকে নিয়ে ৫টা ৫৫ মিনিটের দিকে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

খালেদা জিয়া ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন এমন প্রশ্নে জাসাসের সভাপতি  ড.মামুন বলেন, খালেদা জিয়া ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেননি। তিনি বলেন, ম্যাডাম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। তাকে আমরা অনুরোধ করলে সাড়ে ৫টা পর্যন্ত ছিলেন।

বিকেল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে বর্ষবরণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। খালেদা জিয়া বেলা সাড়ে ৪টার দিকে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

১৪ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে