নিউজ ডেস্ক : দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জনগণের দুঃখ-দুদর্শা লাঘব করে তাদের কল্যাণ বয়ে আনার শপথ নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আজকে প্রয়োজন ঐক্যের, প্রয়োজন শান্তির, প্রয়োজন কল্যাণের। আসুন বাংলা নতুন বছরে আমরা আজকে শপথ করি, দেশের মানুষের দুঃখ-দুদর্শা দূর করব এবং জনগণের কল্যাণ করব। ”
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার বিকালে বাংলা নববর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এ অনুষ্ঠানের আয়োজন করে।
দেশের মানুষ কষ্টে আছে মন্তব্য করে বেগম জিয়া বলেন, “কয়েকদিন আগের যে বৃষ্টি ও বাইরে থেকে পানি এসে আমাদের হাওর অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি করেছে। সেজন্য গরিব কৃষকদের পাশে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। তাদের সাহায্য করতে হবে তারা যেন এই দুযোর্গ কাটিয়ে উঠতে পারে। ”
তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ৮ কোটি। তারা মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। আজকে বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি। কিন্তু দেশে গণতন্ত্র নেই। কাজেই এ বিশাল জনগোষ্ঠীকে নিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজনে আবারও সংগ্রাম করা হবে। ’
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীও বক্তব্য রাখেন।
১৫ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসবি