শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭, ১০:৪৭:৫৫

পহেলা বৈশাখে ইলিশ না খেয়ে যা খেলেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে ইলিশ না খেয়ে যা খেলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: এবারের পহেলা বৈশাখে ইলিশ খাবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দেশের মানুষকে ইলিশ না খাওয়ারও আহ্বান জানিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন সূত্রে জানা গেছে, আজ পহেলা বৈশাখের দিনে ইলিশ খাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর খাবার তালিকা ছিলো একটু ব্যতিক্রম। ভাতের বদলে খিচুড়ি খেয়েছেন তিনি। ইলিশের বদলে মুরগির মাংস খেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক গণভবনে কর্মরত প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র জানায়, খিচুড়ি, মুরগির মাংস, সবজি ও বেগুন ভাজা দিয়ে শুক্রবার দুপুরের খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৫ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে