শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭, ০৮:০২:০৪

রোববার থেকে সিটিং সার্ভিস চললেই ব্যবস্থা : বিআরটিএ

রোববার থেকে সিটিং সার্ভিস চললেই ব্যবস্থা : বিআরটিএ

নিউজ ডেস্ক: রোববার থেকে রাজধানীতে সিটিং সার্ভিস চলতে পারবে না। বাসে রাখতে হবে সুস্পষ্ট ভাড়ার তালিকা। সিটিং সার্ভিস চললেই ব্যবস্থা নিবে বিআরটিএ। জানালেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)  চেয়ারম্যান মশিয়ার রহমান।

শনিবার তেজগাঁও এলেনবাড়ীতে বিআরটিএর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে সভাশেষে সাংবাদিকদের তিনি এ ঘোষণা দিলেন।  

মশিয়ার জানান, এ অভিযানে পরিবহন মালিক ও শ্রমিক নেতা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন। সপ্তাহে ৩ দিন চলবে এ অভিযান।

তিনি বলেন, রাজধানীতে সিটিং সার্ভিসের কোনো অনুমোদন নেই। রোববার রাজধানীতে অভিযান শুরু হবে। সকাল ৮টায় রাজধানীর সাতরাস্তা মোড়ে গণপরিবহনে অনিয়ম ও সিটিং সার্ভিস বন্ধের অভিযানের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় বাংলাদেশ সড়ক পরিবহনের মহাসিচব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, সিটিং সার্ভিসের বিরুদ্ধে অভিযানে মালিকপক্ষ থেকে তারাও থাকবেন। রোববার থেকে রাজধানীর ৫টি স্পটে অভিযান চালানো হবে। কেবল সিটি সার্ভিস বন্ধ করতে হবে তা নয়, ভাড়ার তালিকাও দৃশ্যমান থাকতে হবে।

অন্য কোনো চার্ট নয়, বিআরটিএর চার্ট অনুযায়ী ভাড়া নিতে হবে। প্রত্যেক মালিককে রুট পারমিট অনুযায়ী গাড়ি চালাতে হবে।

সভায় সংগঠনের নেতাসহ বিআরটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৫ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে