রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭, ০৬:৪৫:৪৪

পাকিস্তানের টাকায় রাজনীতি করে বিএনপি : হাছান মাহমুদ

পাকিস্তানের টাকায় রাজনীতি করে বিএনপি : হাছান মাহমুদ

নিউজ ডেস্ক : পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের টাকায় তারা রাজনীতি করেন বিএনপি নেতারা। পাকিস্তানের স্বার্থ সংরক্ষণ করার জন্যই দেশে রাজনীতি করে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গতকাল বাংলা নর্ববর্ষ উপলক্ষে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যের জবাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের ‘১৯৭১ সালে ভারত পাকিস্তানকে দুর্বল করার জন্যই ভেঙ্গেছিল’ এমন বক্তব্যের জবাবে বলেন, বিএনপির নেতাদের কথায় প্রমাণ হয় তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের টাকায় তারা রাজনীতি করেন।

এ বিষয়ে তিনি আরো বলেন, আর এ জন্যই বিএনপি কখনো দেশের সাথে ভারতের সুসম্পর্ক থাকুক তা চায় না।
সুর্প্রীম কোর্টে সামনে গ্রীক ভাস্কর্য সর্ম্পকে আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে জানতে চাইলে ড. হাছান বলেন, জাতীয় ঈদগাহের সামনে স্থাপিত কোন ভাস্কর্য যাতে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে তা নিশ্চিত করা উচিত।

আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, মূর্তি ও ভাস্কর্য এক নয়। অনেক ভাস্কর্য রয়েছে যা কোন দেশের ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টির অবিচ্ছেদ্য অংশ। সুর্প্রীম কোট একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী এ ভাস্কর্য স্থাপন করেছে। তা রাখা বা না রাখার সিদ্ধান্তও তাদের নিজস্ব বিষয়।

ড. হাছান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে যে মতামত দিয়েছেন তা হলো, সুপ্রীম কোর্টের সামনে জাতীয় ঈদগাহ ময়দান। আর এ জাতীয় ঈদগাহ ময়দানের স্বকীয়তা রক্ষা করা উচিত। সেখানে গ্রীক ভাস্কর্য রাখা বা না রাখা সম্পূর্ণ এখতিয়ার সুর্প্রীম কোর্টের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু যাতে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে এবং নামাজের সময় তা যেন না দেখা যায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন।’

এ সময় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও দুযোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।
১৬ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে