রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭, ০৭:১৩:১৫

খালেদার প্রেস সচিব মারুফের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

খালেদার প্রেস সচিব মারুফের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানের স্ত্রী তানিয়া খানের (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় মারা যাওয়ার পর শনিবার বগুড়ার সারিয়াকান্দিতে গ্রামের বাড়িতে লাশের দাফন সম্পন্ন হয়েছে।

মারুফ কামাল খান দাবি করেছেন, তানিয়া খান মানসিক রোগী ছিলেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানাধীন রেসিডেন্সিয়াল মডেল কলেজ সংলগ্ন নিজ বাসায় গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন।

তবে তানিয়া খানের পরিবারের অভিযোগ, তানিয়াকে গলা টিপে প্রথমে হত্যার চেষ্টা করা হয়েছিল। পরে তার গায়ে গ্যাসের চুলা থেকে আগুন ধরিয়ে দেয়া হয়। আহত অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়। শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে লাশ মারুফ কামাল খান গ্রহণ করেন।

এর আগে ২০১৪ সালের ১৩ জুন তানিয়া খান মোহাম্মদপুর থানায় তার স্বামীর বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা করেন। মামলার নথি থেকে জানা যায়, মারুফ কামালের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক করার অভিযোগ এনে তার স্ত্রী অভিযোগ করেছিলেন যে, এর প্রতিবাদ করায় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং বিভিন্ন রকম ‘হুমকি’ দেয়া হচ্ছিল।

মারুফ কামাল খানের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে জানিয়ে আদাবর থানার ওসি শেখ শাহীনুর রহমান বলেন, মারুফ কামালের পরিবার দাবি করেছে যে তিনি গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মারুফ কামাল খানের পরিবারের পক্ষ থেকে আদাবর থানায় একটি অপমৃত্যুর মামলাও করা হয়েছে। তবে বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্টে জানা যাবে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

১৬ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে