সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭, ১২:১৩:০২

এইচএসসি পরীক্ষা: ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ না করলে জিজ্ঞাসাবাদ

 এইচএসসি পরীক্ষা: ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ না করলে জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক: এইচএসসি পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ নিশ্চিতের নির্দেশ দেয়া হয়েছে।
 
অপরদিকে পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন অনিয়ম এবং কর্মকর্তাকে ঘুষ দেয়ার চেষ্টা করার অভিযোগে রাজধানীর কলেজ অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (কোডা) অধ্যক্ষকে শোকজ করা হয়েছে।
 
রোববার ঢাকা শিক্ষা বোর্ড এ ব্যাপারে পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা সত্ত্বেও কিছু কিছু কেন্দ্রে এর ব্যত্যয় ঘটছে।
 
এতে বলা হয়, কোনো শিক্ষার্থী যদি নির্ধারিত সময়ের পর (সাড়ে ৯টা বা দেড়টার পর) কেন্দ্রে প্রবেশ করে, তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করে কারণ জানতে হবে। কারণ সন্তোষজনক হলে কক্ষে প্রবেশের অনুমতি দেয়া যাবে। এ ব্যাপারে সতর্ক করে নোটিশ দিতেও বলা হয় বিজ্ঞপ্তিতে।
 
শোকজ : চার অপরাধে রাজধানীর কলেজ অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (কোডা) অধ্যক্ষ অধ্যাপক ড. স্বপন কুমার দাসকে শোকজ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। ১২ এপ্রিল প্রশ্ন সমাধানকালে হাতেনাতে ধরা পড়া কলেজের শিক্ষিকা সিফাত জেসমিন নূরকে মোহাম্মদপুর থানা থেকে ছাড়িয়ে নিতে বা তার অপরাধ ঢাকতে অন্যান্য শিক্ষকদের নিয়ে থানায় উপস্থিত হয়ে অপচেষ্টা চালানো এবং অপ্রাসঙ্গিক কথা বলা।
 
নোটিশে ৩ দিনের মধ্যে শোকজের জবাব চেয়ে বলা হয়। এ ব্যাপারে কলেজের ওয়েবসাইটে দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।
১৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে