নিউজ ডেস্ক: কওমি সনদকে সরকারি স্বীকৃতি প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত সনদ বাস্তবায়ন কমিটি। এ ছাড়া আগামী বুধবার সংবাদ সম্মেলন করে কওমি শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বেশ কিছু দাবি তুলে ধরবেন।
শিক্ষা মন্ত্রণালয় গঠিত কওমি সনদ বাস্তবায়ন কমিটির কো-চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী বলেন, কওমি সনদ বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। প্রধানমন্ত্রী আমাদের দাবি বাস্তবায়ন করায় তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
প্রসঙ্গত, গত ১১ই এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের (ইসলামিক স্টাডিজ এবং আরবি) মাস্টার্সের সমমানের ঘোষণা দেন। দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স এর সমমান প্রদান করার লক্ষ্যে কওমি মাদ্রাসা বোর্ডসমূহ কর্তৃক গঠিত সনদের মান বাস্তবায়নের জন্য ১৭ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়।
এতে সরকারের কোন প্রতিনিধি রাখা হয়নি। কমিটির চেয়ারম্যান করা হয়েছে বেফাক সভাপতি আল্লামা শাহ আহমদ শফীকে। কমিটি গত রবিবার বৈঠক করে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে।
১৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর