মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭, ০৬:৫৯:৫১

বাংলাদেশের সংবিধানের চার নীতিকে মানতে হবে : তথ্যমন্ত্রী

বাংলাদেশের সংবিধানের চার নীতিকে মানতে হবে : তথ্যমন্ত্রী

কুষ্টিয়া থেকে : যারা বাংলাদেশে রাজনীতি, সমাজনীতি ও গঠননীতি করবে তাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, জাতির পিতা ও সংবিধানের চার নীতিকে মানতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

মঙ্গলবার কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, ‘বাংলাদেশে রাজনীতি করতে চাইলে রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী ও জামাতকে ছাড়তে হবে। তবেই তারা রাজনীতির উপযোগী হবে।’

তথ্যমন্ত্রী বলেন, যারা রাজাকার, পাকিস্তান ও জঙ্গিপন্থী তারা বাংলাদেশের কোন আলেম, ওলামার প্রতিনিধিত্ব করে না। এই চক্র আসলে একটি রাজনৈতিক মোল্লা চক্র। এদের সাথে মহাজোটের রাজনৈতিক লেনদেনের কোন প্রশ্নেই ওঠে না।
পরে কুষ্টিয়ার মিরপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়।

এসময় মিরপুর উপজেলা কমান্ডার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক । এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল আলম টুকুসহ জেলা-উপজেলার মুক্তিযোদ্ধাগণ।
১৮ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে