বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭, ১১:১২:১১

প্রধানমন্ত্রীর ভুটান সফরে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই

প্রধানমন্ত্রীর ভুটান সফরে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক: দ্বৈতকর প্রত্যাহার, বাংলাদেশের নৌপথ ভুটানকে ব্যবহার করতে দেয়া, ভুটানে বাংলাদেশের চ্যান্সেরি ভবনের জন্য জমি দেয়াসহ বাংলাদেশ ও ভুটানের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এর আগে ভুটানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয়।

বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বীকৃতি দেয়া রাষ্ট্র ভুটান। তাই বাংলাদেশের সঙ্গে ভুটানের বন্ধুত্বের এই সম্পর্ক চলে আসছে যুগ যুগ ধরে। ভুটানের ঐতিহ্যবাহী নাচ-গানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজদরবারে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে ছিল ৩শ’ বছরের রাজপরিবারের ঐতিহ্য ও স্থানীয় সংস্কৃতির ছোঁয়া।

প্রধানমন্ত্রীকে দেয়া হয় গার্ড অব অর্নার ও সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের রাজা জিগমে গ্যাসার নায়মগাল ওয়াংচুক ও রানি জিৎসেন প্রেমো ওয়াংচুক-এর সঙ্গে দেখা করেন। পরে ভুটানের জাতীয় সংসদে দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোপগের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই দু’দেশের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে ভুটানের পারু বিমান বন্দর পৌঁছলে স্বাগত জানান ভুটান প্রধানমন্ত্রী শিরিং তোপগে। এ সময় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হয়।
১৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে