শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ১১:৩৫:৫৫

এরদোয়ানকে অভিনন্দন জানিয়ে যা বলেছেন শেখ হাসিনা

এরদোয়ানকে অভিনন্দন জানিয়ে যা বলেছেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক: তুরস্কে গণভোটে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রেসিডেন্সিয়াল পদ্ধতির পক্ষে জনসমর্থনের ফলে তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরদোয়ানকে এই অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, ‘এটি খুবই আনন্দের বিষয়। এ বিজয়ের জন্য আমি বাংলাদেশের জনগণ, সরকার এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’

তিনি বলেন, আগামী দিনগুলোতে দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক উভয় দেশের জনগণের পারস্পরিক স্বার্থে নতুন উচ্চতায় উপনীত হবে।
২২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে