রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭, ০২:৪৮:৩৭

বঙ্গবন্ধুর বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্ট নিয়ে বই প্রকাশ হবে: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্ট নিয়ে বই প্রকাশ হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে পরিচালিত গোয়েন্দা রিপোর্ট নিয়ে শিগগিরই বই প্রকাশ করা হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপদেষ্টা কমিটির বৈঠকে তিনি আরো বলেন, এ দেশের প্রতিটি শিক্ষার্থী যেন আধুনিক তথ্য-প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হয়ে গড়ে ওঠে সে লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সরকারের বিভিন্ন বৃত্তি কার্যক্রমের বাইরেও শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে প্রায় ৮০ হাজার শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপদেষ্টা কমিটির বৈঠকে এমন তথ্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে হলে শিক্ষাই পারে সেই পথ তৈরি করে দিতে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’র পর এবার আর একটি বই প্রকাশ করা হবে বলেও জানান শেখ হাসিনা।

এর আগে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের আর্থিক অনুদানের চেক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে