নিউজ ডেস্ক: সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় বেঁচে যাওয়া আহত অনেক শ্রমিক ঘটনাস্থলে দাঁড়িয়ে এমন প্রশ্ন ছুড়ে দিলেন।
তাদের শরীরে ক্ষতচিহ্ন, বুকে বঞ্চনার ক্ষোভ।
২৩ এপ্রিল রোববার তারা এমন প্রশ্ন তুলেছেন। কেউ আবার ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন, 'এখানে মিশে আছে হতভাগ্য হাজারো শ্রমিকের রক্ত-মাংস-হাড়। চার বছর আগের ধ্বংসস্তূপ থেকে যাদের মরদেহ উদ্ধার করা যায়নি; তাদের কবরও আজ ময়লা-আবর্জনায় মাখামাখি পচা ডোবা।
নিহত শ্রমিকদের স্মরণে নির্মিত বেদির সামনে দুর্গন্ধে দাঁড়ানো দায়! দেশের ইতিহাসের ভয়াবহ ট্র্যাজেডির সাক্ষী এই জায়গাটুকু সংরক্ষণের কি কেউ দেশে নেই?'
আহত কয়েকজন জানালেন, আজও সামান্য অনুদান ছাড়া আর কোনো ক্ষতিপূরণ পাননি তারা। কেউ তাদের চাকরি দিতে চায় না, কেউ কেউ চাকরি পেলেও বিনা নোটিশে বিদায় করা হয়। সেই ট্র্যাজেডির ঘটনায় ভেঙে যাওয়া সংসারে যারা আজও সোজা হয়ে দাঁড়াতে পারেননি- তাদের কথা আড়ালেই থেকে যায়।
ট্র্যাজেডির চতুর্থ বার্ষিকীতে এসে শ্রমিকরা জানান, ক্রমাগত বঞ্চনা দেখতে দেখতে তারা ক্লান্ত। এবার তারা নিজেরাই ঘুরে দাঁড়াতে চান। এ জন্য ৩১০ জন আহত শ্রমিক মিলে একটা সংগঠন দাঁড় করিয়েছেন।
তারা একসঙ্গে বাঁচতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান। ন্যায্য ক্ষতিপূরণ আদায় করতে চান। দুর্ঘটনার জন্য দায়ী রানা প্লাজার মালিক, ভবনের গার্মেন্ট মালিক আর প্রশাসনের যে কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ ভবনকে ঝুঁকিমুক্ত বলে সনদ দিয়েছিলেন, তাদের বিচার নিশ্চিত করতে চান।
জড়ো হওয়া শতাধিক আহত শ্রমিক রানা প্লাজার জায়গার পচা-ডোবা দেখিয়ে বললেন, এই জায়গার অবস্থা যেমন, তাদের জীবনের চেহারাও এর চেয়ে ভালো কিছু নয়। মাহমুদুল হোসেন হৃদয় রানা প্লাজা ট্র্যাজেডির মাত্র তিন দিন আগে বিয়ে করেছিলেন।
বিয়ের পর সেদিনই প্রথম তিনি কারখানায় যান। আটতলায় নিউ ওয়েভ স্টাইল কারখানায় তিনি কাজ করতেন। ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়লে হৃদয় গুরুতর আহত হন। তার কোমরে, ঘাড়ে ও পায়ে বড় ধরনের আঘাত লাগে। আহত হওয়ার খবর শুনে নববিবাহিত স্ত্রীও তাকে দেখতে আসেনি।
এক মাসের মাথায় তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করে। হৃদয় অনুদান হিসেবে মাত্র ১ লাখ ১৩ হাজার টাকা পেয়েছেন, ক্ষতিপূরণ পাননি। অনেক কারখানায় গিয়ে চাকরি চেয়েছেন, পাননি।
শেষ পর্যন্ত অনুদানের টাকা দিয়ে ওষুধের দোকান দিয়েছিলেন। তাও চলেনি। তারপরও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ছাড়েননি হৃদয়, বিয়ে করে আবারও সংসারী হতে চান।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে