নিউজ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি নেতারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে এবং সে নির্বাচনে মহাজোট ক্ষমতায় আসবে। সে কারণেই তারা নানা কথা বলছেন।’
মঙ্গলবার দুপুরে সেটেলমেন্ট প্রেস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের অভিষেক ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘বিএনপি নেতারা বলছেন বিএনপির পক্ষ থেকে আন্দোলনের ডাক আসবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত দিনে আন্দোলনের নামে যেসব জ্বালাও-পোড়াও করেছেন; মানুষ হত্যা করেছেন; তা করতে গেলে জনগণ আর সহ্য করবে না।’
আয়োজক সংগঠনের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে