নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, হাওরের বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়াতে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর এলাকা পরিদর্শন করেছেন এবং সেখানে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণসহায়তা বিতরণ করেছেন।
বিএনপি’র প্রতি ইঙ্গিত করে তিনি লিখেন, নিঃস্ব হওয়া এসব মানুষদের কাছে প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ যাননি, কেউ তাদের সমবেদনা জানাননি।
আশরাফুল আলম খোকন লিখেন, ‘হাওর অঞ্চলের দুর্গত মানুষের পাশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই দাঁড়িয়েছেন আর কেউ আসেনি। ত্রাণ কার্যক্রম গতিশীল করেছেন, ব্যাংক ঋণের কিস্তি উত্তোলন স্থগিত করেছেন। প্রতিদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা কর্মী এবং সরকারের লোকজন দুর্গত মানুষের পাশে রয়েছেন।
বিএনপি নেতৃবৃন্দ পল্টন অফিস বসে বিবৃতি দিয়ে সরকারকে দোষারোপ করা ছাড়া আর কোনো দায়িত্ব খুঁজে পাচ্ছেন না। যারা ধর্মের কথা বলে রাজনীতি করে, সেই ধর্মভিত্তিক দলগুলোকেও হাওরের দুর্গত মানুষের পাশে দেখা যাচ্ছে না। হয়তো মনে আছে, বিরোধীদলীয় নেতা থাকার সময়ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু প্রতিটি দুর্গত এলাকায় মানুষের পাশে ছুটে গিয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের ঘোষণা:
১. বিনামূল্যে সার বীজ ও কৃষি উপকরণ পাবে হাওরবাসী।
২. সুদের হার ৫০ ভাগ কমিয়ে ঋণ আদায় স্থগিত আপোদকালীন সময়ের জন্য।
৩. দুর্গত এলাকায় বেসরকারি ঋণ আদায়কারিদের তৎপরতা তদারকির নির্দেশ।
৪. ১০ টাকায় চাল বিতরনে প্রত্যেক ইউনিয়নে ডিলার নিয়োগ হবে।
৫. চালের মজুদদারিদের অনিয়ম দমন করারও নিশ্চয়তা দেন প্রধানমন্ত্রী।
হাওরের নাব্যতা রক্ষা গভীর খাল খনন ও সময়মতো বাঁধ নির্মানে রেখে সমন্বয় আনতে সংশ্লিষ্ট মন্ত্রীদের মধ্যে সমন্বয় ও দুরদর্শীতা দেখতে চান প্রধানমন্ত্রী। দুর্নীতি অপচয় ও গাফিলতিতে কোন ছাড় দেয়া হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন হাওর এলাকায় যত খাদ্য ও গোখাদ্য প্রয়োজন সব দেবে সরকার।’
৩০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস