নিউজ ডেস্ক : ধর্ম কোনো দিন সাম্প্রদায়িক হয় না। যারা বলে তারা মূর্খ। কোনো ধর্ম কখনো অন্য ধর্মকে ঘৃণা করে না। ইসলাম কোনো ধর্মকে ঘৃণা করা শেখায় না। কথাগুলো বলেন শত গ্রন্থের আলোচিত লেখক কাশেম বিন আবুবাকার। গতকাল বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি তার জীবনের দর্শন ব্যাখ্যা করে বলেন, ‘আমার আব্বার একজন হিন্দু বন্ধু ছিলেন। আমি ভারত থেকে এই দেশে চলে আসার পরও যখন বেড়াতে যেতাম তারাও আমাকে ডেকে পাঠাতেন। আমি তাদের বাড়িতে অনেক গিয়েছি এবং খেয়েছি। কখনো মনেই হতো না ওরা হিন্দু। যখন মুসলমান মৌলবাদীরা বলে বেড়ায় হিন্দুরা সাম্প্রদায়িক তখন আমার খুব কষ্ট লাগে। রাগ হয় না; কিন্তু কষ্ট পাই। এরা না বুঝে এসব কথা বলে বেড়ায়। যদি ওরা ইসলামকে জানত তাহলে এটা বলতে পারত না। ’
কাশেম বিন আবুবাকার আরও বলেন, “আমি ছেলেবেলা থেকে ইসলাম সম্পর্কে পড়াশোনা করেছি। কিন্তু এখন মনে হয় ইসলাম বিষয়ে একটা নয়া পয়সা পরিমাণ জ্ঞানও আমি অর্জন করতে পারিনি। এটা বিশাল সমুদ্রের জ্ঞান, বিশাল ভাণ্ডার। আমার মা একটা কথা বলতেন ‘আপ ভালো তো জগৎ ভালো’। মনকে কোনো দিন ছোট করতে নেই। মনকে উদার করতে হবে। উদার না হলে মানুষ বিকশিত হতে পারে না। যারা আমাকে মৌলবাদী বলছে, তারা আমার বইগুলো পড়ে দেখুক। তারপর কথা বলুক। তারা যদি একটা বইতেও সাম্প্রদায়িকতা বা গোঁড়ামি পায় তাহলে আমাকে জানাক। কখনো আমি এ ধরনের কিছু লিখিনি। ”
১ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি