নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যে সরকারের অবৈধভাবে অর্থ উপার্জনের বিষয়টি স্পষ্ট হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওবায়দুল কাদের স্বীকার করে নিয়েছেন তাদের পালাতে হবে। তাদের অপরাধ, দুর্নীতি, অনাচার অবিচারের মাত্রা এত বেশি অতিক্রম করেছে যে, নিজেরাই বুঝতে পারছেন তাদের পালানোর সময় ঘনিয়ে এসেছে।
সোমবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের শোভাযাত্রায় উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, এই সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার দেয়নি। শুধু তাই নয়, এই সরকারের আমলে শ্রমিক নির্যাতিত ও অবহেলিত। শ্রমিকদের অধিকার রক্ষায় জনণের সরকারের বিকল্প নেই। জনগণের সরকার প্রতিষ্ঠায় শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নেয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল।
তিনি আরও বলেন, সরকার জোর করে টিকে আছে। এই সরকার গণবিরোধী, শ্রমিকবিরোধী। এই সরকারের বিরুদ্ধে শ্রমিক ভাইদের ঐক্যবদ্ধ হতে হবে। জনবান্ধব, শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠা করতে হবে।
সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বক্তব্য রাখেন। শোভা যাত্রাটি পৌনে ১১টায় নয়াপল্টন থেকে শান্তিনগর মোড় ঘুরে নয়াপল্টনে এসে শেষ হয়।
১ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস